অভিনেতা অভিষেক বচ্চন ও তার স্ত্রী, বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে চলমান গুঞ্জনকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছেন অভিষেক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানান, এসব খবর পুরোপুরি মিথ্যা এবং বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
একটি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেন, “আপনি যখন একজন জনপরিচিত মানুষ, তখন মানুষ আপনার জীবনের প্রতিটি বিষয় নিয়ে জল্পনা করবেই। আমাদের সম্পর্ক নিয়ে যা কিছু লেখা হয়েছে, তা একেবারেই ভুল। এর কোনো ভিত্তি নেই, বরং ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই এসব ছড়ানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “বিয়ের আগেও সবাই আমাদের বিয়ের তারিখ ঠিক করে দিচ্ছিল। বিয়ের পর তারা সিদ্ধান্ত নিচ্ছে কবে আমরা আলাদা হব। এসব পুরোপুরি অর্থহীন। ও (ঐশ্বরিয়া) আমার সত্য জানে, আমিও ওরটা জানি। আমরা একটি ভালোবাসায় ভরা, স্থিতিশীল পরিবারে ফিরে যাই— সেটাই আসল।”
ডিভোর্স গুঞ্জন তাকে বিরক্ত করে কি না— এমন প্রশ্নে অভিষেক বলেন, “একটুও না। যদি এর মধ্যে সামান্যও সত্য থাকত, তাহলে হয়তো কষ্ট পেতাম। কিন্তু সত্যের লেশমাত্র নেই। আমার পরিবার বা আমাকে নিয়ে বানানো গল্প ও মিথ্যাচার আমি মেনে নেব না।”
উল্লেখ্য, গত বছর থেকে অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে থাকে। তবে সাম্প্রতিক সময়ে একাধিক যৌথ উপস্থিতির মাধ্যমে সেই জল্পনাকে কার্যত নাকচ করে দিয়েছেন এই তারকা দম্পতি।
চলতি বছরের এপ্রিলে পুনেতে ঐশ্বরিয়ার এক আত্মীয়ের বিয়েতে কন্যা আরাধ্যাকে নিয়ে একসঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। এ ছাড়া আরাধ্যার স্কুল অনুষ্ঠানে, একটি তারকাবহুল বিয়ের সংবর্ধনায় এবং মেয়ের জন্মদিন উদযাপনেও তাদের একসঙ্গে দেখা গেছে, যা গুঞ্জনের অবসান ঘটায় বলে মনে করছেন ভক্তরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর