জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ‘২৪-এর জুলাই বিপ্লব’-এর আকাঙ্ক্ষাকে ধারণ করেই নতুন বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে।
রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন সমাজ ও কল্যাণরাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছিলেন। তবে স্বাধীনতার দীর্ঘ সময়ে সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ বাস্তবতায় ‘২৪-এর জুলাই–আগস্ট’ আন্দোলনে প্রায় ১৪শ’ ছাত্র-জনতার প্রাণ দিতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আগস্ট-পরবর্তী সময়ে দেশ ধীরে ধীরে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের পথে এগোচ্ছে। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান প্রজন্মই মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সামনে রেখে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবে—ইনশাআল্লাহ।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর