শেরপুরে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে গুরুতর আহত হয়ে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে স্মৃতি চিরন্তন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীসহ কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক মুহা. মহিউদ্দিন খান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর মানুষ একটি সহিংসতামুক্ত রাজনীতির আশা করেছিল। কিন্তু শেরপুরের মতো ঘটনা সেই প্রত্যাশাকে ব্যর্থ করছে। তিনি রেজাউল করিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
ডাকসুর সহ-সভাপতি আবু সাদিক কায়েম বলেন, রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজির রাজনীতি বন্ধ না হলে জনগণ এর জবাব দেবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শেরপুরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে শতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহত অবস্থায় জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর