থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। দ্বিতীয় সপ্তাহে গড়ানো এই লড়াইয়ে থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার বিরুদ্ধে ‘সার্বভৌম ভূখণ্ড পুনরুদ্ধারের’ দাবি তুলে নতুন অভিযান চালিয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি কার্যকরের দাবি করলেও বাস্তবে সীমান্তে গোলাগুলি ও হামলা অব্যাহত রয়েছে। একই দিন কম্বোডিয়া জানায়, তারা থাইল্যান্ডের সঙ্গে সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে।
থাই সেনাবাহিনীর বরাতে জানানো হয়, সিসাকেত প্রদেশের কান্থারালাক জেলার সাওথংচাই উপ-জেলায় বেসামরিক এলাকায় হামলা হয়েছে। রয়টার্স প্রকাশিত এক ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে ভিডিওর কিছু অংশের স্থান ও তারিখ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
এই সংঘাতের পেছনে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ। ঔপনিবেশিক আমলে নির্ধারিত প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের কয়েকটি অংশ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলমান।
এ পর্যন্ত সংঘর্ষে অন্তত ২৫ জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাশাপাশি উভয় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে। যুদ্ধবিরতির দাবি থাকলেও পরিস্থিতি দ্রুত শান্ত হবে- এমন কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর