নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. ইখতিয়ার বিশ্বাসকে আহবায়ক ও মো. ইছাহাক আলী খানকে সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেয়া হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লোহাগড়া উপজেলা শাখার আহবায়ক মো. আক্তার হোসেন মোল্যা ও সদস্য সচিব ডা.সাইদুর রহমানের স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আ.সামাদ মোল্যা, রুবেল হোসাইন, পান্নু মোল্যা, সোহরাব শেখ, সাজ্জাদ মোল্যা ও অসিম মোল্যাকে যুগ্ম আহবায়ক করে ৩৩ সদস্যের এ আহবায়ক কমিটি ঘোঘণা করা হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর