বরগুনায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বেতাগী উপজেলার পাঁচশতাধিক ভূমিহীনরা। বিষ খালি নদীর মধ্যে গড়ে ওঠা রুহিতার চর নিয়ে বামনা ও বেতাগী দুই উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় সীমানা নির্ধারণ ও মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন বেতাগী উপজেলার ৩ ইউনিয়নের পাঁচ শতাধিক ভূমিহীনরা।
বেতাগীর তিনটি ইউনিয়ন থেকে অবস্থান কর্মসূচিতে আসা নারী পুরুষরা বলেন তাদের রেকর্ডীয় সম্পত্তি নদী ভাঙ্গনে বিষ খালির গর্বে চলে যায়। পরবর্তীতে নদীর মাঝে গড়ে ওঠে রুহিতার চর। সেই চরে দীর্ঘদিন তারা চাষাবাদ করলেও ২০২৪ সালে বামনা উপজেলা চর সংলগ্ন স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেয়।
চলতি বছরের মার্চ মাসে প্রশাসনের মাধ্যমে দুই উপজেলার সীমানা নির্ধারণ করে দেয়া হয়। এরপর তারা চাষাবাদ করলে তাদের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। দেয়া হয় তাদের বিরুদ্ধে একাধিক মামলা।
পরবর্তীতে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া পাঁচজনকে জেলা প্রশাসকের কক্ষে ডেকে নেওয়া হয় এবং জেলা প্রশাসক তাদের আশ্বস্ত করেন দ্রুত সমস্যা সমাধান করা হবে। সেই আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর