কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা পরিষদ।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার ও ওসি আজিম উদ্দিন প্রমুখ।
ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সঞ্চালায় এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধ, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও সুধিজনরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, পাকিস্থানী বাহিনী তাদের পরাজয় অনুধাবন করতে পেরে এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে। বুদ্ধিজীবীরা একটি বৈষম্যহীন দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। পরে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর