জয়পুরহাট সদরের পাকার মাথা নামক স্থানে রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এক সড়ক দূর্ঘটনায় মোমিন মোল্যা (৪৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে স্থানীয় হিচমী মোল্লাপাড়া মহল্লার আবুল হোসেন মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার দুপুরে নিজের জমিতে ধান নিতে যাওয়ার সময় পাকার মাথা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই মিনি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মোমিনের মৃত্যু হয়।
জয়পুরহাট থানার উপপরিদর্শক মেহেদী আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মোমিনের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের পর পরিবারের নিকট মোমিন মোল্লার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর