গারো সম্প্রদায়ভুক্ত প্রান্তিক জনগণের দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত নানা সমস্যা নিরসনের লক্ষ্যে রবিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সদর ইউনিয়নে মোবাইল ল্যান্ড ক্লিনিক অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ-এর বাস্তবায়নে ও
সমাজ পরিচালিত টেকসই জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে গোবরাকুড়া জাগরনী কৃষক সমবায় সমিতির সভাপতি দেবেশ রাংসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত।বিশেষ অতিথি পূর্বগোবরাকুড়া একতা কৃষক সমবায় সমিতির সভাপতি ইস্রায়েল পান্ত্রা,কারিতাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম,ফিল্ড এনিমেটর বাচ্চু স্নাল,সাংবাদিক ওমর ফারুক সুমন প্রমুখ।
মোবাইল ল্যান্ড ক্লিনিকে ভূমি আইন, নামজারি, খতিয়ান সংশোধন, জমি দখল, উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা, বনভূমি সংক্রান্ত জটিলতা এবং ভূমি অফিসে আবেদন প্রক্রিয়া বিষয়ে সরাসরি আইনি পরামর্শ প্রদান করা হয়। এতে এলাকার গারো সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিপুল সংখ্যক প্রান্তিক জনগণ অংশগ্রহণ করেন।
কারিতাস সূত্রে জানা যায়, পাহাড়ি ও বনঘেরা এই অঞ্চলে গারো সম্প্রদায় দীর্ঘদিন ধরে ভূমির অধিকার সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছে। অজ্ঞতা, দালাল নির্ভরতা এবং প্রশাসনিক জটিলতার কারণে অনেকেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। মোবাইল ল্যান্ড ক্লিনিকের মাধ্যমে এসব জনগোষ্ঠীকে সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জান্নাত বলেন, “সঠিক তথ্য ও আইনি সহায়তা পেলে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি সমস্যা অনেকাংশে সমাধান করা সম্ভব। মোবাইল ল্যান্ড ক্লিনিক এই ক্ষেত্রে একটি কার্যকর উদ্যোগ।”
অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের সেবা তাদের জন্য অত্যন্ত সহায়ক। একজন অংশগ্রহণকারী বলেন, “আগে আমরা জানতাম না কোথায় গেলে আমাদের সমস্যার সমাধান হবে। এখানে এসে সহজ ভাষায় সব বুঝতে পেরেছি।”
কারিতাস বাংলাদেশ কর্তৃপক্ষরা জানায়, ভবিষ্যতেও গারো সম্প্রদায়সহ অন্যান্য আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর