বাংলাদেশের প্রাণ প্রকৃতি রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সেভ ওয়াইল্ড লাইফ এন্ড ন্যাচার (সোয়ান)। এরই ধারাবাহিকতায় শেরপুর জেলায় মো. নাঈম ইসলামকে আহবায়ক ও জাহিদুল হক মনিরকে সদস্যসচিব করে ১১ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটি। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে সংগঠনের প্রেসিডেন্ট আদনান আযাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন।
সুত্রে জানা যায়, মো. নাঈম ইসলাম ও জাহিদুল হক মনির দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিপর্যায়ে গারো পাহাড়ের প্রাণ প্রকৃতি রক্ষায় কাজ করে আসছে। নাঈম ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাণী বিদ্যায় বিএসসি ও এমএসসি সম্পূন্ন করেছেন। একইসাথে জাহিদুল হক মনির ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।
আদনান আযাদ বলেন, শেরপুর জেলায় গারো পাহাড় ও তৎসংলগ্ন পাহাড়ি বনভূমি রয়েছে। যা হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল। এছাড়াও এ অঞ্চলের গ্রামীণ বনেও বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মেলে। আমি আশা রাখি, সোয়ানের সদস্যরা এ অঞ্চলের প্রাণ প্রকৃতি রক্ষায় সচেষ্ট থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর