তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে কেরানীগঞ্জে নিজ বাসভবনে ফজরের নামাজের আগে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরহুম হাজী সেলিম দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিশেষ করে টঙ্গীর ইজতেমা ময়দানে একটি বিশেষ জামাতের খেদমতে তার গুরুত্বপূর্ণ অবদান দাওয়াত ও তাবলিগের অঙ্গনে ব্যাপকভাবে স্বীকৃত।
হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, দেশে সাদপন্থিদের পক্ষ থেকে বিভ্রান্তি ও নানা অশান্তি ছড়িয়ে পড়ার সময় এবং কাকরাইল মসজিদে সংঘটিত ন্যক্কারজনক হামলার প্রেক্ষাপটে দ্বীনের পক্ষে দৃঢ় অবস্থান নিতে গিয়ে হাজী সেলিম গুরুতর আহত হন। এর পর থেকে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।
মরহুমের জানাজা সোমবার দুপুরে জোহরের নামাজের পর কেরানীগঞ্জের মান্দাইল-জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
হাজী সেলিমের ইন্তেকালে দাওয়াত ও তাবলিগের অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন স্তরের আলেম-ওলামা, মুরুব্বি ও ধর্মপ্রাণ মুসলমানরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর