বিজয় দিবস উপলক্ষে বরগুনা গণকবরে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। আজ ১৬ ডিসেম্বর সকাল ৭ টার দিকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরগুনা জেলা প্রশাসক মোছা তাছলিমা আক্তার , পুলিশ সুপার কুদরতই খুদাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুস্তবক অর্পণ করেন।
পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফরাত কামনা করা হয়।
এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। পরে বরগুনায় স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর