যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসনের আয়োজনে সরিষাবাড়ীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিন দিনব্যাপী চারু ও কারুশিল্প ও উৎপাদিত শিল্পপণ্যের বর্ণিল মেলার আয়োজন করা হয়। মানবাধিকার সংগঠন ‘বাসক’-এর আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সরিষাবাড়ী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাসনিমুজ্জামান এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া। পরে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি জামালপুর জেলা শাখার সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে নেতাকর্মীরা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য অ্যাডভোকেট আব্দুল আউয়ালের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদদের প্রতি মোনাজাত এবং বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) থেকে মনোনীত এমপি প্রার্থী ডা. মোশাররফ হোসেন বাউসি পপুলার পিংনা বারই পটল শহীদ নগর স্মৃতিসৌধে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর