নীলফামারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ব্যাপক জামকালোভাবে দিবসটি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়।
পরে স্থানীয় শহিদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান, রাজিৈনতক-সামাজিক সংগঠনগুলো। এছাড়া শহিদদের আত্মার মাগফেরাত কামনায় করা হয় দোয়া। সকাল ৯ টায় স্থানীয় ষ্টেডিয়াম মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
পরে আনুষ্ঠানিকভাবে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবার সদস্যদের সংবর্ধনা, শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীও মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকালে বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্য নিয়ে ৩ দিনব্যাপি বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।
বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবার সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, বীরমুক্তিযোদ্ধা আমিনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন প্রমুখ। এসময় বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবার সদস্যদের হাতে উপজেলা প্রশাসনের তরফ হতে উপহার তুলে দেয়া হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর