কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে ‘মিথ্যা ইতিহাস’ প্রচার করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার কুষ্টিয়ায় জামায়াত আয়োজিত এক বিজয় র্যালিতে তিনি এ মন্তব্য করেন।
আমির হামজা বলেন, “বদরুদ্দীন উমরের ইতিহাস পড়লে দেখা যায়, মুক্তিযুদ্ধ নিয়ে প্রচলিত বহু কাহিনী সঠিক নয়। যেগুলো লেখা হয়েছে তার ১০০ ভাগের ৯০ ভাগই মিথ্যা। জামায়াতে ইসলামী যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে।”
তিনি আরও বলেন, “আজকের বিজয় র্যালির উদ্দেশ্য হলো—আমরা যে দেশের স্বাধীনতার পক্ষে, তা স্পষ্ট করা। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই আমাদের বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামীর বাংলাদেশকে আমরা ভারতের তাবেদারমুক্ত ও স্বাধীনচেতা হিসেবে দেখতে চাই।”
ভবিষ্যৎ রাজনীতির বিষয়ে তিনি বলেন, “এদেশে জন্ম নেওয়া সবাই সম্মানিত নাগরিক। অতীতের ইতিহাস টেনে বিভাজন সৃষ্টি না করে আমরা নতুন ইতিহাস গড়তে চাই। দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।”
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর