সারা দেশের মতো যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের সখীপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে সখীপুর কোকিলার পাবর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ গ্রহণ করেন।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী নানা আয়োজনে সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল রনি, সহকারী কমিশনার ভূমি নাজমুস সামা, সখিপুর থানা অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনব্যাপী বিজয়মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন।
কুশল/সাএ
সর্বশেষ খবর