নতুন পে-স্কেল চালু করতে সরকারি চাকরিজীবীদের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ১৮ লাখ সরকারি চাকরিজীবীর দেওয়া আলটিমেটামের শেষ দিন ১৫ ডিসেম্বর পার হয়ে গেছে।
কর্মচারী নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করে গেজেট প্রকাশের কথা থাকলেও এ বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও অসন্তোষ বাড়ছে।
এ অবস্থায় পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মচারী নেতারা। রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কয়েকজন নেতা সচিবালয়ে অর্থ উপদেষ্টার দপ্তরে গিয়ে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি হস্তান্তর করেন।
সংগঠনের মহাসচিব বেল্লাল হোসেন বলেন, “আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছি। তবে তিনি অফিসে না থাকায় সেদিন দেখা হয়নি।”
উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, পে স্কেল ও সরকারি কর্মচারীদের বিভিন্ন সমস্যার বিষয়ে অর্থ উপদেষ্টা অবগত রয়েছেন। খুব দ্রুত কর্মচারী নেতাদের ডেকে এ বিষয়ে আলোচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গত জুলাই মাসে একটি পে কমিশন গঠন করে। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কর্মচারীদের দাবি, চলতি বছরের ১৫ ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।
সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো ঘোষণা না আসায় কর্মচারী মহলে উদ্বেগ বাড়ছে। পরবর্তী করণীয় ঠিক করতে সংগঠনগুলো সরকারের অবস্থানের দিকে তাকিয়ে রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর