ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলের পানির মধ্য থেকে এসব আলামত উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল এবং ৪১ রাউন্ড গোলাবারুদ।
এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মো. ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ হত্যাচেষ্টায় ব্যবহৃত হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তরুয়ার বিলে পানির মধ্য থেকে ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. ফয়সাল নামে একজনকে আটক করা হয়েছে।
এর আগে, এই মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগম (৬০)–কে গ্রেপ্তার করে র্যাব। এছাড়া ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবীর এবং তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর