ভোলার চরফ্যাশনে চাঁদাবাজির মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের আহাম্মদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফরিদ চাপরাশিকে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১২ টায় ফরিদ চাপরাশিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফরিদ চাপরাশি আহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত মন্তাজ চাপরাশির ছেলে।
পুলিশ জানায়, আহম্মদপুর ইউনিয়নের বাসিন্দা মো. ইউসুফ বাদি হয়ে ২০২৫ সালের ৫ জুন আহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ চাপরাশিসহ ১৩ জনকে আসামি করে চরফ্যাশন আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন৷ ওই মামলায় ফরিদ চাপরাশি ৮নং আসামি। আদালত দুলারহাট থানায় মামলাটি এজাহারভুক্ত করার জন্য নির্দেশ দেয়। আদালতের নির্দেশক্রমে থানায় মামলাটি এজাহারভুক্ত করা হয়৷ মামলা দায়ের করার পর থেকে আসামি ফরিদ চাপরাশি আত্মগোপনে চলে যায়। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে৷
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মো. মিজান জানান, আসামি ফরিদ চাপরাশিকে গ্রেফতার করে তাকে আজ বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর