আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হালুয়াঘাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায়
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জুলহাস,উপজেলা আইসিটি কর্মকর্তা আশিকুল ইসলাম,হালুয়াঘাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার প্রশিক্ষক এস এম জিয়াউল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি প্রবাসীরা দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল করছেন। তবে অভিবাসনের ক্ষেত্রে নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং প্রবাসীদের অধিকার সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের নানা সমস্যার বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে। প্রবাসীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি জানাতে হবে।
অনুষ্ঠান শেষে অভিবাসী ও প্রবাসীদের নিরাপদ কর্মসংস্থান এবং সম্মানজনক জীবন নিশ্চিতের প্রত্যয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে।
কুশল/সাএ
সর্বশেষ খবর