বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ফেরার পর তাকে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা দেবে দলটি। এর প্রস্তুতি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ভেন্যুটি পরিদর্শন করেন।
এর মধ্যে ছিলেন, স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। এরিমধ্যে ট্রাভেল পাসের জন্যও আবেদন করেছেন তিনি। পাশপাশি বিমানের টিকিটও কাটা হয়েছে। বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেদিন বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছাবেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর