ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, জুলাই যোদ্ধা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “ওসমান হাদির সাহসিকতা ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার চিন্তা-চেতনা ধারণ করেই আমরা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার সংগ্রাম চালিয়ে যাব। অতীতে আমাদের এই ছোট ভূখণ্ডকে একটি অপশক্তি বারবার অস্থিতিশীল করার চেষ্টা করেছে, এখনও করছে। আমরা তাদের সেই ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেব। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র কোনো আপোষ করা হবে না।”
গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ কয়েকশ’ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদির ওপর মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হলে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর