ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পরে নেত্রকোনার প্রাণকেন্দ্র বড়বাজার শাহী জামে মসজিদের সামনে থেকে আলেম ওলামা ও ছাত্র জনতার ব্যানারে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল জেলা প্রেসক্লাবের সামনে এসে জোরো হয়। উত্তেজিত মুসল্লীরা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহী, মাওলানা মোস্তাফা জিহাদী, মাওলানা বিন ইয়ামিন, মাওলানা নাঈম, মাওলানা আতাউল্লাহ্ সাদি প্রমুখ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর