ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের আগ থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে জড়ো হতে শুরু করে। হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগান—শহীদ হাদির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষের আবেগে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। জানাজার সময় যত ঘনিয়ে আসে, মানুষের উপস্থিতিও তত বাড়তে থাকে।

বিশাল এই জনস্রোত সামাল দিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ১৬টি প্রবেশপথ দিয়ে পর্যায়ক্রমে মানুষকে ভেতরে প্রবেশ করানো হয়। মানুষের চাপের কারণে আশপাশের এলাকায় যান চলাচলও বিঘ্নিত হয়।

জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা, ইনকিলাব মঞ্চের নেতা এবং প্রধান উপদেষ্টা। বক্তব্য চলাকালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। ভাইয়ের কণ্ঠে জানাজার দোয়া উচ্চারিত হওয়ার মুহূর্তে পুরো প্রাঙ্গণ আরও আবেগাপ্লুত হয়ে ওঠে।

জানাজায় প্রধান উপদেষ্টা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
লাখো মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, শহীদ হাদি কেবল একজন ব্যক্তিই নন—তিনি হয়ে উঠেছেন প্রতিবাদ ও আত্মত্যাগের প্রতীক। একটি কফিনকে ঘিরে আজ একত্র হয়েছে লাখো অশ্রু, লাখো দোয়া ও অগণিত হৃদয়ের ভালোবাসা।
সর্বশেষ খবর