দৈনিক প্র থম আলো ও দ্য ডে ইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নাটোরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা।
শনিবার দুপুরে নাটোরের সংবাদিক সমাজ ব্যানারে শহরের কানাইখালী এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে সেখানেই সমাবেশ করেন সাংবাদিকরা।
সমাবেশে গণমাধ্যমকর্মীরা স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ এবং প্র থম আলো–দ্য ডে ইলি স্টারসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার ঘটনায় এবং নিউ এজ এর সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। গণমাধ্যমের কণ্ঠ রোধ করার অপচেষ্টা কখনোই মেনে নেওয়া হবে না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, যমুনা টেলিভিশনের সাংবাদিক নাজমুল হাসান, দ্য ডে ইলি স্টারের সাবেক নাটোর প্রতিনিধি ও নাটোর ইউনিক প্রেসক্লাবের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ, প্র থম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল হক সরকারসহ জেলা ও উপজেলার গণমাধ্যমের সাংবাদিকরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর