ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কিশোরদের মধ্যে মাদকাসক্তি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের
সহজলভ্যতায় বিপথে যাচ্ছে স্কুল-কলেজ পডুয়া কিশোররা। এতে করে পরিবার ও সমাজে তৈরি হচ্ছে নানা সামাজিক সমস্যা। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় হালুয়াঘাটে মাদকের প্রবেশ তুলনামূলক সহজ। কিছু অসাধু চক্র কিশোরদের টার্গেট করে অল্প টাকার লোভ দেখিয়ে মাদক বহন ও বিক্রিতে জড়াচ্ছে। একসময় সেই কিশোররাই মাদকের নেশায় জড়িয়ে পড়ছে।
একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, আমাদের সন্তানদের চলাফেরা নিয়ে দুশ্চিন্তায়
আছি। স্কুল শেষে অনেকেই খারাপ সঙ্গের কারণে নেশায় জড়িয়ে পড়ছে। পরিবারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তারা।
স্থানীয় শিক্ষক মোঃ শফিউল আলম কিরণ বলেন, মাদকের প্রভাবে পড়াশোনায় অমনোযোগিতা, স্কুলে অনুপস্থিতি ও শৃঙ্খলাভঙ্গের ঘটনা বাড়ছে। এতে করে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
সচেতন মহলের দাবি, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে কিশোরদের মাদক থেকে দূরে রাখতে হবে। নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড বাড়ানোর মাধ্যমে তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।
হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ী ও বহনকারীদের আটক করা হচ্ছে। পাশাপাশি কিশোরদের সচেতন করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভা ও কাউন্সিলিং কার্যক্রম চালানো হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর