ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় জানানোর পর শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার আগে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ আলটিমেটামের ঘোষণা দেওয়া হয়। নেতাকর্মীরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় আবারও শাহবাগ অবরোধ করা হবে।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।
এর আগে একই দিনে শরিফ ওসমান হাদির জানাজার আগমুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকেও ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।
আবদুল্লাহ আল জাবের বলেন, “এক সপ্তাহ পার হয়ে গেলেও হাদির ওপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। এটি রাষ্ট্রের ব্যর্থতা। আমরা কোনো ধরনের সহিংসতার আহ্বান জানাই না। ইনকিলাব মঞ্চ থেকে পরবর্তী সব কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন, জনগণের প্রতি স্বচ্ছতা নিশ্চিত করতে খোদাবক্স চৌধুরীকে এক সপ্তাহের কর্মপরিকল্পনা প্রকাশ করতে হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর