ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফকির বাজার মডেল একাডেমীর গৌরবময় ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রজত জয়ন্তী’ উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দিন ব্যাপী অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রজত জয়ন্তী অনুষ্ঠানে কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. জামাল হোসেন এর সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র ও মার্চেন্ট নেভির সেকেন্ড অফিসার মো. হেলাল উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফকির বাজার মডেল একাডেমীর অধ্যক্ষ ও শংকুচাইল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষনমো. পিজিউল আলম, মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ও ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কাজী গিয়াস উদ্দিন, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এবং অভিভাবক প্রতিনিধি ওমর ফারুক।
এসময় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল, রুহুল আমিন, সাগর, ফাহিম, বেলালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ফকির বাজার মডেল একাডেমী গত ২৫ বছর ধরে শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা আরও বলেন, আধুনিক শিক্ষা দর্শনে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা বিকাশে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের সৃষ্টিশীলতা, আত্মবিশ্বাস ও মানবিক গুণাবলি জাগ্রত করাই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত।
বক্তারা উল্লেখ করেন, দেশে প্রচলিত তিন ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার সফল বাস্তবায়নের জন্য উন্নত ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান অপরিহার্য। সে ক্ষেত্রে ফকির বাজার মডেল একাডেমী একটি অনন্য দৃষ্টান্ত। সঠিক পাঠ্যক্রম অনুসরণ, সৃজনশীল শিক্ষাপদ্ধতির প্রয়োগ এবং তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারে প্রতিষ্ঠানটি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে রজত জয়ন্তী উৎসবের সমাপ্তি ঘটে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর