যশোর শহরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাসিমা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় যশোর জেলা পরিষদের মেইন গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম যশোর সদর উপজেলার রূপদিয়া মথুরাপুর গ্রামের আব্দুল হান্নান মোল্লার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাসিমা বেগম যশোর সদর হাসপাতাল থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি জেলা পরিষদের মেইন গেটের সামনে পৌঁছালে হঠাৎ তার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। ঘটনাটি বুঝতে পেরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর