ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশ ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, আসামি দেশে অবস্থান করেই পালিয়ে যেতে পারে— এমন আশঙ্কায় তদন্ত কর্মকর্তা তার বিদেশ গমন রোধে আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, গুপ্তচরের মাধ্যমে প্রাপ্ত তথ্যমতে এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদ (পাসপোর্ট নম্বর BN0411648) যে কোনো সময় বাংলাদেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন। এজন্য স্থল, নৌ ও বিমানবন্দর ব্যবহার করে ইমিগ্রেশন সম্পন্নের সময় তাকে আটক নিশ্চিত করতে বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে অটোরিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা গুলি চালায়। এ ঘটনায় গুরুতর আহত হন তিনি।
পরবর্তীতে ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর