ইনকিলাব মঞ্চ সোমবার তাদের আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, দশ লাখাধিক মানুষের উপস্থিতিতে ঘোষিত তাদের ২ দফা দাবির একটিও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেননি। এছাড়া সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলোর ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব থাকা সত্ত্বেও হাসিনার চর থেকে গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়নি।
পোস্টে আরও বলা হয়, অ্যাডিশনাল আইজিপি ব্যবহার করে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই কারণে মঞ্চ সোমবার দুপুর ১২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে সংবাদ সম্মেলন করবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর