আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী প্রচারণা চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিরাপত্তাজনিত কারণে স্বাভাবিকভাবে প্রচারণা চালানো সম্ভব হচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের এখনো গ্রেপ্তার করতে না পারা সরকারের ব্যর্থতার প্রমাণ। এতে করে প্রার্থীরা অনিরাপদ বোধ করছেন। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত নেতারা বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সরকারকে প্রার্থীসহ জুলাই অভ্যুত্থানেরে নেতাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শহিদ ওসমান হাদির মতো অবস্থা যাতে আারও কারো না হয়।
আগে থেকে দেয়া ঘোষণা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আসিফ মাহমুদ। বেশ কয়েকটি দলের সঙ্গে তার যুক্ত হওয়ার খবর রটলেও শেষ পর্যন্ত গত ১২ ডিসেম্বর তিনি নিজেই জানান, কোনো দলের হয়ে নয়, প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে।
প্রসঙ্গত, আসিফ মাহমুদ যে আসন থেকে লড়বেন সেই ঢাকা-১০ আসন ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত। এরই মধ্যে এই আসনের ভোটারও হয়েছেন তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর