বিশ্ববাজারে সোমবার (২২ ডিসেম্বর) ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়তে থাকায় এই ঊর্ধ্বগতি দেখা গেছে। একই সঙ্গে রুপার দামেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। খবর জানিয়েছে রয়টার্স।
বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে স্পট স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৩ দশমিক ০১ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের লেনদেনে এক পর্যায়ে স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৪২০ দশমিক ০১ ডলার ছুঁয়ে যায়।
ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৬ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৬৮ শতাংশ বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বার্ষিক উত্থান। বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক স্বর্ণ ক্রয়, বৈশ্বিক অনিশ্চয়তায় নিরাপদ বিনিয়োগের প্রবাহ এবং নিম্ন সুদের হার এই মূল্যবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।
এদিকে রুপার বাজারেও ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। স্পট রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে। দিনের লেনদেনে এক পর্যায়ে রুপার দাম নতুন রেকর্ড ৬৯ দশমিক ৪৪ ডলার স্পর্শ করে। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে প্রায় ১৩৮ শতাংশ। সরবরাহ ঘাটতি, শিল্প খাতে বাড়তি চাহিদা এবং শক্তিশালী বিনিয়োগ প্রবাহকে এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ববাজারের প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। সোমবার দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে রেকর্ড ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর