বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের যমুনা নদীর দুর্গম চরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এনায়েতপুরের স্থল ইউনিয়ন বিএনপির আয়োজনে ছোট চৌহালী চরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্নেহধন্য জাগোদলের প্রবীণ কর্মী ও এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম মাস্টার। সভাপতিত্ব করেন স্থল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হাজী এমদাদুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন বেপারী, জহুরুল ইসলাম জোদ্দার, বিজয় আহমেদ, স্থল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বেপারী, কৃষকদলের সভাপতি ইদ্রিস ভূইয়া, তাঁতী দলের সভাপতি আনসার আলীসহ দলীয় নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে নুরুল ইসলাম মাষ্টারকে সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর