দীর্ঘদিন পর মাতৃভূমির মাটিতে খালি পা রেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছানোর আগে তিনি দেশের মাটির স্পর্শ নেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তাকে সংবর্ধনা স্থলের দিকে রওয়ানা হন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন। আগত নেতাকর্মীদের কঠোর তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, মাতৃভূমির মাটির স্পর্শ নেওয়ার মধ্য দিয়ে তারেক রহমান দেশের মানুষের সঙ্গে তার আবেগী ও রাজনৈতিক সম্পর্কের প্রতীকী প্রকাশ ঘটিয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর