নাটোরের গুরুদাসপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সমৃদ্ধি কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবক আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান এবং চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ। পুরস্কৃতদের মধ্যে অধ্যাপক গোলাম মোস্তফা, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম ও তরুণ উদ্যোক্তা মিতা খাতুন বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন এনডিপির উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. কছিম উদ্দিন।
সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় উপজেলার ২০ জন গুণী ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) যৌথ আয়োজনে ওই সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়িত হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর