যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে হালুয়াঘাটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার ) সকাল থেকেই উপজেলার বিভিন্ন গির্জা ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
দিনের শুরুতে হালুয়াঘাট উপজেলার বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় উপাসনার আয়োজন করা হয়। প্রার্থনায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য কামনা করা হয়। প্রার্থনা শেষে শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরাস গান ও নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হয়।
উৎসব উপলক্ষে গির্জা ও বাড়িঘর আলোকসজ্জা ও রঙিন কাগজ, ফুল এবং ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়। ছোটদের মাঝে উপহার ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ধর্মের মানুষ পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, বড়দিন ভালোবাসা, ক্ষমা ও মানবতার বার্তা বহন করে। এই উৎসবের মধ্য দিয়ে সমাজে সৌহার্দ্য ও সহমর্মিতা আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান বলেন, দিনটি উপযাপন উপলক্ষে ৮৯ টি গীর্জায় সরকারি সহয়তা প্রদানসহ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর