সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত জমা ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার সুবিধার্থে ২৭ ডিসেম্বর দেশের সব তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখা হবে।
উল্লেখ্য, নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এর আগে ২৫ ডিসেম্বর বড়দিনের সরকারি ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হয়। এতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে জটিলতা সৃষ্টি হতে পারে এই বিষয়টি তুলে ধরে নির্বাচন কমিশন কেন্দ্রীয় ব্যাংককে শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানায়।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে জামানত ও ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়া বাধ্যতামূলক। টানা কয়েক দিন ব্যাংক বন্ধ থাকলে এই অর্থ জমা দেওয়া জটিলতা তৈরি হতে পারে পার্থীদের জন্য । সে কারণে সংকট নিরসনে আগামী শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে প্রার্থীরা প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারেন।
এর আগে, গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর