রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। পরে তার গাড়িবহর রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বাসভবনে পৌঁছে।
এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
দেশে ফেরার আগে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর বৃহস্পতিবার সকাল ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’
দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা এবং মায়ের সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন আলোচনায়।
সাজু/নিএ
সর্বশেষ খবর