টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ভাসানী স্কুলের হলকক্ষে ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. মহিদুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব জামায়াতে ইসলামীর সেক্রেটারি কে আদনান , অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাদ্রা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. কামরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড জামায়াত নেতা মো. আব্দুল মালেক এবং সাবেক শিবির নেতা মো. মামুন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের সহ-সভাপতি মো. ফেরদৌস, ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো. পরশ, অর্থ সম্পাদক মো. নবিনুর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা যুব নেতৃত্বের দায়িত্বশীলতা, সংগঠনের কার্যক্রম এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতি যুব সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা আরো বলেন, একটি সুশৃঙ্খল ও কার্যকর যুব নেতৃত্ব গঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ সময় ইউনিয়নের সকল যুব দায়িত্বশীল ও যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর