নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটার দায়ে গত এক সপ্তাহের ব্যবধানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উপজেলার গোতাশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা প্রশাসন। এতে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জড়িত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া।
এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম এ মুহাইমিন আল জিহান জানান, কৃষি জমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে টপ সয়েল কাটার বিরুদ্ধে গত এক সপ্তাহে একই অপরাধে পাঁচজনকে ১০ দিন করে কারাদণ্ড এবং একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর