গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করার পরিকল্পনা করছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, “রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। বিএনপিতে যোগ দিয়ে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। এছাড়া গণঅধিকার পরিষদের নতুন সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্বাহী ও উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে রাশেদ খাঁন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “যেমন কিছু সিদ্ধান্ত হবে, তা পরে জানানো হবে।”
এর আগে গত বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে বিএনপি আসন ছেড়ে দিয়েছে।
মির্জা ফখরুল জানান, নুরুল হক নুর মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী-৩ আসনে এবং রাশেদ খাঁন পেয়েছেন ঝিনাইদহ-৪ আসনে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর