সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনার মেঘাই দুই নম্বর স্পার বাঁধ এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ঘোড়ার মাংস বিক্রেতাকে আটকে অর্থদন্ড দিয়েছেন। একই সাথে মাংসগুলো মাটিতে পুতে ফেলা হয়েছে।
শুক্রবার(২৬ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পুলিশ ও উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তাদেও সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। দন্ডপ্রাপ্তরা হলো- বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি নশিপুর এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে জাহিদুল ইসলাম এবং গাজীপুর জেলার কোনাবাড়ী পেয়ারা বাগান এলাকার মৃত আবুর ছেলে তারেক।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, মিনি পিকআপভ্যানে যোগে ঘোড়ার মাংস বিক্রির জন্য ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মেঘাই দুই নম্বর স্পার বাঁধ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ ঘোড়ার মাংস জব্দ ও দুইজনকে আটক করা হয়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারা অনুযায়ী জাহিদুলকে ১৫ হাজার টাকা এবং তারেককে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। জব্দকৃত মাংসগুলো জনসন্মুখে মাটিতে পূঁতে ফেলা হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর