রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের আমতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে অবৈধ মাটি উত্তোলনের দায়ে মোট তিনটি মামলা দায়ের করা হয়। এ সময় হাসান, রাসেলসহ তিনজনকে মোবাইল কোর্টে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত ব্যক্তিরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা ভঙ্গের অপরাধে ১৫(১) ধারায় দণ্ডিত হন।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর