টাঙ্গাইলের মির্জাপুরে টিউবওয়েলের পানি পান করে এক বাড়ির ৫ সদস্য অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। অচেতন হওয়া ওই ৫ জন মির্জাপুরের একাধিক চিকিৎসালয়ে চিকিৎসাধীন রয়েছেন। ধারণা করা হচ্ছে ওই বাড়ির টিউবওয়েলের পানিতে চেতনানাশক কোন দ্রব্য মেশানোর ফলে এই ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার পর ওই বাড়িতে কোন জিনিসপত্র খোয়া যায়নি।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাতগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক মিয়া।
এ ঘটনায় অসুস্থরা হলেন পরিবারের কর্তা ইউসুফ মিয়া (৫৮), ছেলে ইমন মিয়া (২২), ছোট ভাইয়ের স্ত্রী সুমি আক্তার (৩২), ভাতিজি মৌ আক্তার (১৪) ও মাহি আক্তার (৭)।
দুল্যা মুনসুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, শনিবার সকাল ১০টার দিকে পরিবারের লোকজন সকালের খাবারের সঙ্গে ওই পানি পান করলে কিছুক্ষণের মধ্যে সবাই অজ্ঞান হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতাল ও অন্য একটি ক্লিনিকে ভর্তি করেন।
উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা মো. সোহেল বলেন, পানিতে স্বাভাবিকভাবে এমন কোন উপাদান থাকেনা যা মানুষকে অচেতন করে ফেলতে পারে। নিশ্চয়ই পানিতে নেশা জাতীয় কোন দ্রব্য না মেশানোর ফলেই এমনটি ঘটেছে।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সত্যতা যাচাই করতে কুমুদিনী হাসপাতালে আহতের খোঁজখবর নেয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর