রৌমারী সীমান্ত আবারো ৩ ভারতীয় নাগরিক কে পুশইন করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্তের ১০৫৯ নং মেইন পিলার এর কাজ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে পুশইন করা হয়।
তারা হলেন আসাম রাজ্যের নগাঁও জেলার সালনা থানার জমদার আলী মেয়ে আয়েশা খাতুন (৪৮), নগাঁও জেলার কলিয়াবর থানার হাতিগাও গ্রামের আব্দুল জব্বার আলীর ছেলে রুস্তম আলী (৬০) একই জেলার রোহা থানার বাসিন্দা আব্দুল জব্বার আলীর ছেলে ইদ্রিস আলী (৪৬)।
স্থানীয় সূত্রে জানাযায়, ভারতীয় ৩ নাগরিক বাংলাদেশের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে চর বোয়ালমারী সীমান্তের বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে খবর দেয়। পরে গয়টাপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করেন।
আটককৃতরা জানান, ডিটেনশন ক্যাম্প থেকে তাদেরকে সীমান্তের কুকুরমারা বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে এবং রাতের আঁধারে কাঁটাতারের বেড়া পার করে দিয়েছে বিএসএফ। আমরা বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানালে বিএসএফ আমাদের নির্যাতন করতো। গয়টাপাড়া বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মানিক মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ওই তিনজনকে ক্যাম্পে রাখা হয়েছে। এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর