ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তন করেছে বিএনপি। এ আসনে অবশেষে মনোনয়ন পেলেন কবির আহমেদ ভূইয়া। তিনি জেলা বিএনপির শীর্ষনেতা।
এরআগে এখানে মনোনয়ন দেওয়া হয়েছিলো দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে।
রবিবার (২৮ ডিসেম্বর) কবির আহমেদকে দলের মহাসচিব স্বাক্ষরিত দলের চূড়ান্ত মনোনয়ন তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, নব্বই উর্ধ্ব মুশফিকুর রহমান মনোনয়ন পাওয়ার পর থেকেই ফুঁসে ওঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কবির আহমেদ ভূইয়া বিএনপির একজন নির্যাতিত নেতা হিসেবে পরিচিত। গুমও হয়েছিলেন তিনি।
এছাড়াও, চট্টগ্রামের আরও একটি আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী পরিবর্তন হয়েছে। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আগে দলীয় মনোনয়ন পেয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তার পরিবর্তে এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
গোলাম আকবর খোন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার বিকালে তিনি চূড়ান্ত মনোনয়নের চিঠি পেয়েছেন। এ জন্য তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে শনিবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া কাজী মোহাম্মদ সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। একই দিন চট্টগ্রাম-১০ আসনের পূর্বঘোষিত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেওয়া হয়। আর চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন পান প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর