রাজবাড়ীর পাংশা উপজেলার দত্তের হাটে বিএনপির দলীয় কার্যালয়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও খাবার বিতরন করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পরে বাবুপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ওই ওয়ার্ডের ৩ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে এ শীত বস্ত্র বিতরন করা হয়।
এ সময় বাবুপাড় ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত হোসেন শাখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডা. এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মন্ডল, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ডা. বিজয় কান্দি পাল, সাবেক ছাত্র দলের নেতা জিল্লুর রহমান, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ডা: আয়ুব আলী প্রামানিক জেলা যুবদলের সদস্য মাসুদ মন্ডল, ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, শেখ মিঠু রানা প্রমুখ।
এ সময় বক্তারা আগামী ১২ ফ্রেরুয়ারী ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ করেন, আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাধারন মানুষের জন্য কাজ করবেন বলেও জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর