সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এক হার্ডওয়ার ব্যবসায়ী দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও ব্যবসায়ীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চান্দাইকোনা বাজারে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সজিব রেজা সালমান বলেন, কয়েক দিন আগে বাজারের গ্রিল মিস্ত্রি শামীম দোকান থেকে কিছু হার্ডওয়ার পন্য ক্রয় করেন। রবিবার দুপুরে মিস্ত্রি শামীম একটি পন্য নষ্ট অবস্থায় বদলানোর জন্য দোকানে আসেন। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথাকাটি হয়।
এরপর মিস্ত্রি শামিম ফিরে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন আহবায়ক ফাহিম বিশ্বাসসহ ১০/১৫ জনকে নিয়ে এসে আমাকে দোকানের ভিতর মারধর শুরু করে। এসময় তারা দোকানের মালামাল ও সাটার ভাংচুর এবং নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। আমি ঘটনার বিচার চাই, মামলা করতে থানায় এসেছি।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া সন্ধ্যায় বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করার জন্য থানায় এসেছে। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন আহবায়ক ফাহিম বিশ্বাসে মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির আহবায়ক মোন্তাসির মেহেদী হাসান বলেন, বিষয়টি জানা নেই। দেখি খোজ নিচ্ছি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর