আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে মনজিলা ঝুমা জানান, এনসিপি প্রাথমিকভাবে যেসব ১২৫টি আসনে মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে খাগড়াছড়ি- ২৯৮ নম্বর আসনে তাকে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছিল। গত ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন। সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
তিনি আরও জানান, নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তটি তিনি প্রায় দুই ঘণ্টা আগেই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে অবহিত করেছেন।
পোস্টের শেষাংশে মনজিলা ঝুমা লেখেন,‘আমি বিশ্বাস করি, তরুণরা সংসদে যাবে—আজ না হোক কাল।’

উল্লেখ্য, অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়ি আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে হওয়া আসন সমঝোতায় তার নাম থাকার কথাও রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছিল।
নানা নাটকীয়তার পর জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট ও আসন সমঝোতা চূড়ান্ত হয়। দলীয় সূত্র অনুযায়ী, এ সমঝোতায় এনসিপি ৩০ থেকে ৩৫টি আসনে নির্বাচন করার সুযোগ পাচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকায় অন্তত পাঁচটি আসন রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর